Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দর্শনীয় স্থান

অনুসন্ধান করুন

# শিরোনাম স্থান কিভাবে যাওয়া যায় যোগাযোগ
হর্টিকালচার (K.H.D.C) পার্ক

খাগড়াছড়ি সদরের গোলাবাড়ী ইউনিয়নের জিরো মাইল রোড সংলগ্ন।

খাগড়াছড়ি সদর বাজার হতে গঞ্জপাড়া রোড দিয়ে: অটোরিকশায়- ১০টাকা(জনপ্রতি) রিকশায়- ২৫টাকা(জনপ্রতি) খাগড়াছড়ি সদর বাজার হতে মেইন রোড দিয়ে: অটোরিকশায়- ২০টাকা(জনপ্রতি) রিকশায়- ৩৫টাকা (জনপ্রতি) এছাড়াও মোটরসাইকেল সহ সকল যানবাহনে খুব সহজে আসা যায় এই হর্টিকালচার পার্কে।

0

হেরিটেজ পার্ক ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রকল্প।

খাগড়াছড়ি সদর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নে চেঙ্গী ব্রীজ সংলগ্ন। পর্যটন মোটেল এর ঠিক বিপরীতে অবস্থিত।

ঢাকা সহ দেশের অন্যান্য প্রান্ত হতে সহজে আরাম দায়ক বাসে এই পার্বত্য খাগড়াছড়ির গোলাবাড়ী ইউনিয়নে অবস্থিত হেরিটেজ পার্কটির সৌন্দর্য্য অবলোকনের জন্য আগমন করা যায়। রাজধানী ঢাকা হতে অত্যাধুনিক মান সম্পন্ন পরিবহন যেমন- এস.আলম, স্টার লাইন ইত্যাদি সার্ভিস প্রতিদিন গমনাগমন করছে। বন্দর নগরী চট্টগ্রাম হতে মান সম্পন্ন পরিবহন শান্তি ও বি.আর.টি.সি সার্ভিসের মাধ্যমেও সহজে খাগড়াছড়ির প্রবেশ পথ পর্যটন মোটেল এর বিপরীতে অবস্থিত হেরিটেজ পার্কে আসা যায়। এছাড়াও অভ্যন্তরিনভাবে বাস, মোটরসাইকেল, ইজি বাইকেও হেরিটেজ পার্কে আসা যায়।

01883127983