Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
হেরিটেজ পার্ক ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রকল্প।
স্থান

খাগড়াছড়ি সদর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নে চেঙ্গী ব্রীজ সংলগ্ন। পর্যটন মোটেল এর ঠিক বিপরীতে অবস্থিত।

কিভাবে যাওয়া যায়

ঢাকা সহ দেশের অন্যান্য প্রান্ত হতে সহজে আরাম দায়ক বাসে এই পার্বত্য খাগড়াছড়ির গোলাবাড়ী ইউনিয়নে অবস্থিত হেরিটেজ পার্কটির সৌন্দর্য্য অবলোকনের জন্য আগমন করা যায়। রাজধানী ঢাকা হতে অত্যাধুনিক মান সম্পন্ন পরিবহন যেমন- এস.আলম, স্টার লাইন ইত্যাদি সার্ভিস প্রতিদিন গমনাগমন করছে। বন্দর নগরী চট্টগ্রাম হতে মান সম্পন্ন পরিবহন শান্তি ও বি.আর.টি.সি সার্ভিসের মাধ্যমেও সহজে খাগড়াছড়ির প্রবেশ পথ পর্যটন মোটেল এর বিপরীতে অবস্থিত হেরিটেজ পার্কে আসা যায়। এছাড়াও অভ্যন্তরিনভাবে বাস, মোটরসাইকেল, ইজি বাইকেও হেরিটেজ পার্কে আসা যায়।

যোগাযোগ

01883127983

বিস্তারিত

 

সবুজ পাহাড় ও নান্দনিক প্রাকৃতিক অনুসংগে সম্বলিত পার্বত্য খাগড়াছড়ি বাংলাদেশের একটি অনন্য জেলা। এখানে পাহাড় সমূহ মাঝারী উচ্চতার হওয়ায় একটি উদ্যান উন্নয়নের জন্য আদর্শ স্থান। এখানে উন্নয়নের সম্ভাবনাময় খাত হিসাবে উদ্ব্যানতাত্ত্বিক কৃষি ও পর্যটন অন্যতম। এ দুটি খাতের সমন্বয়ে নতুন আঙ্গিকে এখানে নতুন দিনের সূচনা করা সম্ভব। এই স্বপ্ন নিয়ে একটি অত্যাধুনিক, পর্যটন স্পট “হেরিটেজ পার্ক” গত ১৩ই জানুয়ারী’১০ খ্রিঃ তারিখে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তৎকালীন মহাপরিচালক মহোদয়ের মাধ্যমে শুভ উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে। এখন চলছে পর্যটন উন্নয়ন প্রকল্পের ২য় ধাপ।