মৈত্রী বৌদ্ধ মহাশ্মশান। শীলানন্দ (ধুতাঙ্গ ভান্তে)-এর ধ্যান কুটির। গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের বিপরীতে নয়নাভিরাম সবুজ পাহাড়ের পাদদেশে কুটিরটির অবস্থান। কুটিরটির প্রাকৃতিক সৌন্দর্য্য বর্ণনাতীত। বছরের একটি দিনে শীলানন্দ ভান্তের আগমন উপলক্ষ্যে এই কুটিরে বিশাল উৎসবের আয়োজন করা হয়। সেই উৎসবে প্রচুর লোক সমাগম ঘটে।